তুই যে সেদিন সন্ধা বেলা বিদায় ক্ষণে,বল,
কৌশলে আমায় লুকিয়ে ফেললি অশ্রুজল,
                                   বুঝিনি বুঝি?


দেখিসনি তুই, আমিও গিয়েছি একটু বেঁকে!
কি করে বলতাম, "খুব ভালোবাসি তোকে"
                       হয়ে তোর চোখাচোখি?


বিদায়ের অশ্রুজল বড়ই বেয়াড়া করে ছল
অসময়ে তুলে সুর নিম্নচাপে ঝড়ায় বাদল
                               করে বাড়াবাড়ি,


জানে না সে, কত প্রিয় কেঁদে ভাসায় বুক
বিদায় বেলা তারই জলে খুঁজে বিরহী সুখ
                          খুব করে হুড়োহুড়ি।
০৭/০১/২০২২
ময়মনসিংহ।