সাগর নদী যতোই ডাকুক
অপ্সরী দিক প্রেম,
দিন শেষে মোর তুই-ই স্বর্গ
হৃদ মাজারের হেম।


দিবস আলো সন্ধ্যায় ডুবে
রাত্রে হারায় চাঁদ,
জোয়ার এসেও যায় চলে যায়
ভাটায় পড়ে বাঁধ।


ধূপের ধোঁয়ায় বাড়ায় মায়া
দেয় সে ক্ষণিক স্বাদ,
ফুল-ও ফোটে সুবাস ছড়ায়
লুটায় ভোরে কাঁধ।


ফাগুন এসেও জৈষ্ঠ্যে কাঁদায়
বর্ষাতে দেয় ডুব,
তুই-ই কেবল কষ্টে ধরিস
হাতটা বাড়াস চুপ!


১০/০৯/২০২৩
চট্টগ্রাম।