সূর্যাস্তের সমুদ্র তটে
নিঃপ্রাণ এক পথিককে দেখেছি একাকী হাঁটতে,
ভেবেছি সে শেষ দৃশ্যের পরাজিত সৈনিক,
জীবন যুদ্ধে মেনেছে যে হার ভেঙেছে যার সুখের পাঁজর।
পরে শুনেছি
আসলে সে একালের দেবদাস, বিরহের পথিক।


বর্ষার দুপুর লিকলিকে শরীর এক যুবক কে দেখেছি
ভ্রুক্ষেপহীন একাকী দাঁড়িয়ে নির্জলা কাঁদতে
ভেবেছি নিশ্চিত সে ক্ষমতার সম্রাট
সাম্রাজ্যহীনতায় আজ সর্বশান্ত, শূন্য হস্তের দূর্বল বীর
পরে জেনেছি,
কোনো এক ঘোষটি বেগম ভেঙে দিয়ে তার মন
করেছে রক্তাক্ত ছুঁড়েছে বিরহের তীর।


নিঝুম রাতের নির্জন মাঝ রাস্তা,
আবছা আলোয় একাকী এক সঙ্গীহীন পথিক
দেখেছি তার এলোমেলো হাঁটা; কন্ঠে গান
ভেবেছি নির্ঘাত পাগল
নয় ধ্যানমগ্ন কবি, কবিতাই তার খেয়েছে মাথা
খুঁজে খুঁজে হয়রান পঙক্তি কবিতার প্লট
কাছে গিয়ে জেনেছি, (আমি যা ভাবছি তা নয়)
আসলে সে নাইট গার্ড, লোক খুব কর্মঠ।


০১/১০/২০২৩
ময়মনসিংহ।