এই দুনিয়ার মিষ্টি ফলে
যতোই দাও হে চুমুক,
লাগবে না স্বাদ ঠেকবে তেতোই
গন্ধ যতোই ভাসুক।


শিমুল তুলার বিছনা তোমার
লাগবে গোলাপ কাঁটা,
ঘর ভরা ঐ ঝাড় বাতিতেও
বন্ধ হবে হাঁটা।


স্ত্রী সন্তানের মুখের কথাও
ঠেকবে তখন ঝালে,
ধন নিয়ে যার অহং বোধও
দিতো হাওয়া পালে।


শয্যা পাশে পদ পদবী
রইবে পড়ে গর্ব,
বৃথাই তোমার সব ক্ষমতা
শেষের ধরা পর্ব।


০১/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।