ঐ.. ঐ দুনিয়ার অপার সাত আসমান
যেথা আছে জান্নাতের সবচাইতে উঁচু মাকান,
আমি জানি বাবা তুমি আছো সেথায়,
এখনো তুমি কষ্ট পাও, দেখে আমায় ছেঁড়া কাঁথায়।
বাবা, আজ আমি সত্যি বলছি
এতোদিন আমি তোমায় মিথ্যে ভালোবাসতাম।
টেলিভিশন, মঞ্চে স্যোসাল মিডিয়ায় কতোবার কতোজনে
নিজ মুখে শুধুই শুনিয়েছি বাবা তোমাকে ভালোবাসার গান,
অথচ অন্তর ছিল বিষ বৃক্ষ ভালোবাসাহীন শূন্য বাগান।
এতো ভালোবেসেছি বলেই,
দেখেছো কি কখনো দিয়েছি নিজ হাতে খাইয়ে?
অসুস্থতায় আদর করে তোমায় ধরেছি জড়িয়ে?
জীবিত তুমি ছিলে বটবৃক্ষ আজীবন দিয়েছো ছায়া
আমি কি কভু বৃষ্টিতে তোমার মাথায় ধরেছি ছাতা?
এতো যে দিয়েছি ভালোবাসা, তবে থাকতে হতো কেন কুঁড়েঘরে!
পারিনি রাখতে তোমায় আমার মস্ত ঘরের ছোট্ট কোনে।
আজ যখন দেখছি আধার চারিদিক সব শূন্যতা
তখন হাড়ে হাড়ে পাচ্ছি টের তোমার অপূর্ণতা।
বাবা, আজ আমি কসম করে বলছি
এখন আমি তোমায় সত্যি ভালোবাসি।
ক্ষমা করো আমায় ঐ অপার থেকে,
আবার দেখা হবে বলে তোমার সাথে,
আমিও তোমার পাশে কবরের জায়গাটা দিয়েছি রেখে।
০৪/০৬/২০২১
চট্টগ্রাম।


(দুনিয়ায় বেঁচে থাকতে আমরা কেবল মুখে বলি, বাবা ভালোবাসি।। অথচ কতটুকু!! তাঁর ইন্তেকালের পর বুঝি কতোটুকু ঠকিয়েছি আর কতোটুকু ঠকেছি।)