আমি যদি বলি "ভালোবাসি বাম"
আমি নিশ্চিত, তুমি বাসবে ভালো ডান,
অগোচরে যদিও বলি কিছু মিনমিনিয়ে
তুমি সদা, সজাগ রাখো কান।


ইচ্ছে করে দিয়ে ঢিল, দেখো,
আমি ভালোবাসি কোন আকাশের তারা?
যদি বলি, "একটু দাও সময় আসছি ফিরে"
তবে ভাবো, হচ্ছি লাগাম ছাড়া।


আমি যদি বলি "পরো নীল শাড়ি"
তুমি শাড়ি বদলে, আসো পরে কামিজ ভারি,
বলি যদি, "যেয়ো না ওপাশ, খাবে আছাড়।"
তুমি ভাবো, হুকুম করছি জারি।


যদি বলি, "আজ রান্না করো ডাল"
সেদিন তুমি, হয় নুন নয়তো বেশি দাও ঝাল,
আর যদি বলি, "তোমায় ভালোবাসবো কাল"
তুমি টেনে লম্বা করো আমার নরম গাল।


০৩/১২/২০২১
চট্টগ্রাম।