দিনময় রোদে জ্বলে খাটুনি খেটে
           লাগালাম বাগানে যে পুষ্প চারা সই,
তুমি সখি আগাছা জঞ্জাল ভেবে
          তুলে ফেলে, দিলে পাকাধানে মই।


নাস্তার টেবিলে খাওয়াবে বলে
          কালোজিরে ধানে ভাঁজো তুমি খই,
লেবু জলে দুধে বানালে যে ছানা
          রেখেছিলাম তা পাতবো বলে দই।


ঘরে ফিরে সায়ন্হৃে রেখেছি সনদ
          টেবিলে কর্ম খুঁজে সব বিফলে,
রান্নায় হয়েছে কাষ্ঠে অভাব
          তাই তুমি সখি দিলে তা অনলে।


চেনা পৃথিবীটা ঘুরে তোমার জন্যে
          ভীষণ নামি আনলাম দামী যে শাড়ি
তুমি সখি, ভেবে বিছানার চাদর
          গজটানা মেপে পাঠালে দর্জি বাড়ি।


বুঝিনা কেবল বুঝ কিভাবে তুমি
          ক্লান্ত অসার দেহে কখন ফিরবো বাড়ি!
দেখে কপালে রেখা বুঝ তুমি ব্যথা
          তাই আনো জল, সাথে এলোপ্যাথি বড়ি।


১৬/০২/২০২১