ধর কাট কাট মার মার মার, চললো ধ্বংস লীলা
গাড়ি ভাংলো টায়ার পুড়লো, রাজনীতিরই খেলা।
রক্ত ঝরায় মন্ত্রীর পাড়ায়, লিখলো যেই ইতিহাস
ঠিক তখনি নামলো খড়গ, কন্ঠের চাইলো বিনাশ।


ধর পাকরাও করলো দু'দিন, মামলা হলো বিশেক!
বলির পাঠা রাম সেতারাম, দেখলো জাতি বিবেক।
মামলার আগেই মরলো যে জন, পুলিশ খুঁজে তারে,
ক্রোধ নাকি কোন রাজ পেয়াদার, ছিল ব্যাটার 'পরে।


সন্ত্রাসী তাই রাজার খাতায়, নাম তুলেছে উজির,
মরেও ব্যাটা শান্তিতে নেই, মামলাতে রয় হাজির।


০২/০৮/২০২৩
ভেলোর, ভারত।