গড়ে কীর্তি নিজের মুর্তি
ধরায় করছো ভীত,
চাইছো শুনতে লোকের মুখে
নিজের স্তুতি গীত!


চার দিকে রব উঠুক আওয়াজ
বাজুক শঙ্খ ধ্বনি,
এই সে মানব বধেই দানব
হয় সে নয়ন মনি!


উড়বে নিশান ছুঁড়বে কামান
বাজবে উলুধ্বনি,
সন্ধ্যা তাঁরা দিনের প্রদীপ
লইবে অমর মানি।


তোমার মতোন অতো চাওয়া
চাইনা আমার হোক,
চাইছি কেবল একটু খানি
বলুক," ভালো লোক"।


০১/০২/২০২৩
ভেলোর, ভারত।