ভালো যদি সত্যি-ই সবাইকে বাসতে চাও
রুখে পথ কে আছে এমন, একটু দেখাও!
দরকার শুধু কোমল মন আর মিষ্টি হাসি,
কেন মিছে আছো পিছে, আধাঁরে হারাও।


অহামিকা যদি দেয় বাঁধা, পথে হয় কাঁটা,
নিশ্চিত থেকো সুখের তুমি পাবেনা দেখা।
যদি ভাবো আজ নয় কাল ছিঁড়বে জাল,
ফাঁসলে তুমি, খেয়ে ধোঁকা সাজলে বোকা।


ছিঁড়ে ফেলো বংশ গৌরব আর পদমর্যাদা
সরাও তুমি তোমারই চোখের আলগা পর্দা,
ঝেড়ে লজ্জা শরম, বাড়াও পা এক কদম
দেখবে পথে কতো লোক, পান করছে সুধা।
১১/১১/২০২১
ভারত।