আমি যতোই বুঝাই তারে ভালোবাসি ভালোবাসি... ভালোবাসি তোমার কুঁকড়ালো চুল,
নিচের পাটির গেঁজা দাত কিংবা গালে পড়া টোল,
তুমি ভাবো, মোটেও না, মিথ্যে কথা,
দূর থেকে শুধু বাসতাম নাকি ভালো তোমার কন্ঠ মিঠা মিঠা বোল।


আমি যতোই বুঝাই তারে আমি ভালোবাসি
আমি ভালোবাসি তোমার হাসি,
ভালোবাসি স্নানের পর তোমার ভেজা চুলের মিষ্টি গন্ধ,
তুমি হেঁসে বলো, "ভুল সব-ই ভুল।
আসলে তুমি শুধু শাড়িতে আমায় দেখে পাও দুষ্ট আনন্দ।"


আমি যতোই বুঝাই তারে আমি ভালোবাসি
আমি ভালোবাসি মাঝ রাতে শুনতে তোমার পায়ের শব্দ,
ভালোবাসি ভীষণ ভরা পূর্ণিমায় তোমার জোছনায় অবগাহন,
তুমি হেসে বলো,"ওতো বাহানা,
আসলে তুমি চাও কফি, লিখবে কবিতা করবে প্রেমময় শব্দ চয়ন। "


আমি যতোই বলি আমি ভালোবাসি তোমায়...
ভালোবাসি তোমার অস্থির কানের দুল স্পর্শে নাকের ফুল
ভালোবাসি জানালার ধারে আমার অপেক্ষায় থাকা তোমার চোখের চাহনি,
তুমি বল, " বুঝি, তাই কর দেরি,
এসেই শোনাও নিত্যদিন অজুহাতের নানা মিথ্যে কাহিনি।"
মেনে নিয়ে পরাজয় চাইলাম করজোড়ে মাফ,
দেখি আবার সেই  চির চেনা হাসি!
অথচ আমার বুকে তখন ঝড় পরাজয়ের গ্লানি,
ধরলে হাত যখন ফিরি, বললে, "তুমি বড় বোকা, বুঝ না কোনটা অভিনয় আর কেমন ভালোবাসি।"
২৩/০৮/২০২১
চট্টগ্রাম।