ভাঁড় মশাইয়ের ইচ্ছে হলো
মঞ্চে গাইবে গান,
গান শুনিয়ে তাক লাগিয়ে
লইবে বাড়ায় মান।


বানায় মঞ্চ প্যান্ডেল পঞ্চ
দুম্বাও করলো জবাই,
ঢাক ঢোলেতে জানায় লোকে
বিদেশ ফেরত জামাই।


গোটা দশেক শ্রোতার জন্য
দূরে ঝুললো মাইক,
ভীড় এড়াতেও রাখতে হলো
দুই পেয়াদা পাইক।


সময় এখন ভাঁড় মশাইয়ের
কন্ঠে উঠলো গান,
ওমা, একি! সামনে শ্রোতার
তুলোয় ভরা কান!


কাকের মুখে কোকিল কন্ঠে
হয় কি কভু গান?
ভাঁড় মশাই তো লোক হাসিয়ে
তবুও রাখে মান।


২৫/১২/২০২২
ভেলোর, ভারত।