সন্ধ্যা থেকে বউ আছে রেগে নেই থেমে
কারণ! সেই পাশের বাড়ির ভাবী সোমা,
অভিযোগ, তাকিয়ে দেখি পর নারী রোজ
আমি চরিত্রহীন অতএব ফাটলো বোমা।


এই নিয়ে কথা কাটাকাটি মান অভিমান
বুঝাতে পারিনি আমি এক নিরহ প্রানী,
তুমি দেখেছ ভূল! আমার কি দরকার
দেখে বদন শুনতে এখন অম্ল মধুর বানী!


হয়নি ঘুম তবুও তারে রেখে এসে ঘুমে
আমি পুষি অফিসে গাল ভরা শুষ্ক হাসি,
দায় মেনে সন্ধি পতাকা টেনে দিলাম বার্তা
লিখে ফোনে "আমি তোমাকেই ভালবাসি।"


দুপুর গড়িয়ে বিকেল প্রায় মনে শঙ্কা ভয়
পাইনি কি বার্তা! ফুটেনি কি মুখে হাসি?
দেখি তো পেয়েছে কিনা? পাঠিয়েছি কখন?
সর্বনাশ লিখেছি!"আমি সোমাকেই ভালোবাসি।"


(কবিতাটির বিষয় বস্তু সংগৃহীত)
২১/০৮/২০২১
ময়মনসিংহ।