শাওয়াল মাসের চাঁদ খানাতেই ফুটে মুখে হাসি,
আনন্দে আজ নাচছে সবে উথলে উঠে খুশি!
ঘর দুয়ার সব সাজায় ফুলে উঠোন মাঝে বাতি
উৎসবে থাক ধনী গরীব ঝলমলে হোক রাত-ই।


আমার আকাশ আলোর মাঝে মেঘে দিচ্ছে উঁকি
মন চাহে না উৎসবে যাই নিজকে দিতে ফাঁকি!
ঈদের জামাত একলা পথিক, বাপ আসে না ছুটি
অসুস্থ তাই থাকলো চেয়ে, জলের চক্ষু দুটি।


পোলাও কোর্মা টেবিল ভরা, হয়না কাড়াকাড়ি,
সবার ঘরেই খুশির জোয়ার, আমার স্তব্ধ বাড়ি।
নতুন জামা খেলনা পড়ে, কেউ দেখে না ধরে,
গগন জুড়ে এত্তো খুশি, আমার তো নেই ঘরে!


পাড়া পড়শি প্রবোধ শুনায় শ্বান্তনা দেয় কয়ে
ঈদের খুশি রোগে-শোকে যায় কি সবে ছুঁয়ে?


১০/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।