বাবা আমার খাট ফেলে তুই
ঘুমাস কেনো মাঠে?
নেই কি ঘরে তোর চাওয়ার সেই
নরম তোশক খাটে?

তোর বিছানায় আজ পেতেছি
বোনের শীতল পাটি,
তাল পাতার ঐ হাত পাখাও তোর
মেঝের ঠান্ডা মাটি।

শিমুল তুলায় মাথার বালিশ
দেখবি নতুন চাদর,
মা টা কে তোর দেবো বকে
তোকেই করবো আদর।

রাগ করে তুই থাকলে এখন
কাঁদবে কিন্তু বাবা?
সান্ধ্য বেলায় মাঠটা-তে দেয়
মনের বাঘটা থাবা!

১৬/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।