ইচ্ছে গুলো মরুদ্দানে
তপ্ত রহে ঘুমে,
জাগাও যদি জ্বলবে প্রদীপ
ধ্বংস হবে চুমে।


উষ্মায় কেনো আকাশ ভরো
বিদ্রুপে দাও ত্বরা?
শুষ্ক কাষ্ঠে বারিশ ঢালো
শীতল রাখো ধরা।


নয়তো স্বপ্ন মিথ্যেতে ভীত
স্বত্বা রাখো ঢেকে,
কয়লায় দ্রোহ নিদ্রায় জাগে
অনল পুষে বুকে।


পোড়ার ক্ষতে বিদ্রোহী প্রাণ
যেদিন ফিরবে দেহে,
শুনবে মাদল ঝড়ের আদল
ধ্বংসে রাবণ গৃহে।


২৬/০৮/২০২৩
ভেলোর, ভারত।