রহিম করিম বন্ধু ভালো
অমিল কেবল তর্কে,
চাঁদ যদি তার বিলায় আলো
শক্তি নাকি অর্কে!


রহিম বলে বিজ্ঞান হলো
মেধাবীদের স্থান
মানবিক তো চারণভূমি
দূর্বলে গায় গান।


করিম হেসে রহিম-রে কয়
বিজ্ঞান বুঝিস? লজিক!
একের সাথে একের যোগে
দুই-ই নিয়ম মাফিক।


কিন্তু ভায়া ভূগোল কি আর
নিত্য বদলায় স্থল?
ইতিহাস কি আনবে টেনে
পাল্টে দেবে ফল?


রাষ্ট্র নীতি দর্শন শাস্ত্র
বুঝা এত্তো সোজা!
পরলে কাঁধে ওজন কতো
তবেই যেতো বুঝা।


২৯/১২/২০২২
ভেলোর, ভারত।