পাশের বাড়ির বিড়াল মিনি
রয় না স্থীর দু-দন্ড,
এদিক ওদিক দৌড়ায় কেবল
ঘটায় অদ্ভুত কান্ড।


ধরবে বলে ইঁদুর ছানা
যখন দেয় সে লম্ফ,
সত্যি বলছি হাঁড় ভাঙে না!
ভাঙে মিষ্টির ভান্ড।


মাছের কাটা খায় না ব্যাটা
হাড়-ই অনবদ্য,
বাঘের মতো সাজতে গিয়ে
খায় যত্ত অখাদ্য।


সুযোগ পেলেই কাঁথা বালিশ
ছিঁড়ে করে বিনাশ,
ঘরের মধ্যে বোতল ভাঙে
দেখায় বীরের আভাস!


আদর করে ধরতে গেলেই
করে লম্ফঝম্প,
মাঝে মাঝে খামছে ধরে
ঘটায় ভূমিকম্প।


১০/৯/২০২২
রাজশাহী।