শান্ত তুমি, চির সুন্দর তুমি, তুমি চন্দ্রমুখী
রক্তেভেজা গোলাপ তুমি, তুমি প্রতিবাদী।
মিত্র তোমার দুঃখ আবার খোলে হৃদয় দ্বার,
নবরুপে দেবী তুমি ছিলে কবে কার?


*কবিতাটা অনেক পুরনো। এই কবিতার বিশেষত্ব হচ্ছে, এখানে একটি নাম লুকিয়ে রেখেছি কৌশলে। তবে, এই কৌশলটা আমি অন্য এক বিখ্যাত কবির  আরেকটি কবিতায় পেয়েছিলাম। নামটা মনে নেই।