পাশের বাসার হতচ্ছাড়া ছেলে
আরে ঐ যে! মাথা ভর্তি চুলে...
বেড়ায় ঘুরে, আস্ত একটা গাড়ল
কথায় কথায় হাসে, সত্য মিথ্যা যতোই দেখুন বলে।


মাথার বুদ্ধি? গেছে! পেয়েছে লোপ
যতোই তুমি থাকতে বলো নিশ্চুপ
বলবে কথা পেলেই হলো সুযোগ
হেসে খুঁজে, সুযোগ বুঝে ঝোপে কেমনে মারবে কোপ।


সেদিন জ্বরে বাপটা মরলো ঘুমে
সবার মাঝে দাঁড়িয়ে দেখে নিশ্চুপ,
কাছে এসে সেই সে বিশ্রী হাসি
বলে কিনা! "খুঁড়ো মরে তোমার চিতায় খুব জ্বালালো ধুপ।"


বলেন দেখি কেমন তরো লাগে?
গা টা জ্বলে! লবন মাখছে ডলে!
বাপটা আমার বড্ড বেশি বেকুব
মরার আগে দান করে কেউ শূন্য রাখে নিজের থলে?


১৫/০৩/২০২২
চট্টগ্রাম।