কতো চাই হে তোমার, বলো কতো জল?
অন্ধ আমি বিরাণ ভূমি শুষ্ক মরুতল
শ্রমের ঘামে দিচ্ছি ঘর্ম জল অবিরল
সঙ্গী সাথী আপন শঙ্খ কতক শতদল।
কাঁটায় কাঁটায় ক্ষত-বিক্ষত দেহ বৃক্ষফল
বক্ষে আমার শুকোচ্ছে প্রেমের মনোবল,
তৃষ্ণার জলে জ্বালিয়েছো যে অনল
নিভাতে তাই চাও কি সখী ঠান্ডা বরফ কল!
নাকি পছন্দ তোমার আমার আঁখি ছলছল?
মিটাতে তৃষ্ণা মনোবাঞ্ছা লাগবে বৃষ্টি ঢল?
নাকি দেবো ঢেলে কামনার পেয়ালায় সুরা
                            আমার অশ্রুজল?
৩০/১২/২০২১.
চট্টগ্রাম।