যায় কি ভাঙা লোহার খাঁচা
স্বপ্ন যখন দেয় সে উঁকি?
ইচ্ছে গুলো আকাশ খুঁজে
ভাগ্য তখন জনম দুখী!


ইট পাথরের দেয়াল চুঁইয়ে
রোজ তো ঝরে বৃষ্টি ঝুড়ি,
শিরশিরানি জাগায় রোদ্দুর
জানলা চেপে সময় ঘড়ি।


বারান্দার ফুল মিষ্টি হাসে
ঘোমটা খুলে চোখের আড়ে,
যেমনি ছিলাম তেমনি আছি
মেঘের মতো অন্ধকারে।


২৭/০৫/২০২৩
ময়মনসিংহ।