বে-ভুলা ঐ পন্ডিত মশাই লিখবে যখন
নতুন নতুন বাক্যমালা,
অ-তে অধম, পায় না খেতে নিজের পাতে
ছাড়ে না যে সত্য বলা।


আ-তে আন্ধা, আন্ধা এখন রাতের বেলা
পায়ও দেখতে অর্থ উড়া,
ই-তে ইতর, ইতর প্রাণী বিশেষ শ্রেনী
চালায় এখন জগৎ ঘোড়া।


ক-তে কলম, যার কালিতে সুযোগ মতোন
এখন বহে রক্ত গঙ্গা,
খ-তে খাতির, খাতির হলো সরকারি ব্যয়
নিজের বৃদ্ধি পরের মঙ্গা।


এমনি কতো শব্দ জটে দৃশ্য পটে
শিখবে শিশু আগামীতে,
অথচ জ্ঞান সংশোধনী সবার জানা
সার্টিফিকেট শাস্ত্র মতে।


০৩/০৬/২০২৩
ময়মনসিংহ।