খেলার ছলে তুমি আমি দুজন মিলে,
চুপিচুপি বালি মাটিতে
পুঁতে ছিলাম যে অচেনা বৃক্ষ ছোট্ট এক গাছ,
অনাদরেই সে উঠেছে বেড়ে
আজ সে বৃক্ষরাজ বটের সমান ছুঁয়েছে নীল আসমান!
একটু একটু ছড়িয়ে শিকড় মাটির ভেতর
ভীতও নাকি গড়েছে সে ভীষণ শক্ত।
আজকে দেখি তার ছড়ানো ডালে,
বসে মনোহরা সব পক্ষীকুল আপন খেয়ালে,
প্রশান্তিতে জুড়িয়ে বক্ষ গায়ও নাকি গান মানব কুল,
খড়-বিচুলি আর বাঁশের চাটাইয়ে
গড়েছেও নাকি বসতি তার তলে একদম পাকাপোক্ত!
সে গাছের ফুলও নাকি ফোটে সারা বছর
ফলের আশায় লেগেও থাকে কিচিরমিচির
মধুর সব আনন্দ,
নেই তাতে গ্রীষ্ম বর্ষা, সারা বছর-ই তার বসন্ত।


০৬/০৮/২০২২
ময়মনসিংহ।