কান থাকলেই শুনতে পেতাম
দূর্বাঘাসের কান্না,
কোথায় কে-বা চিবোয় তারে
গিলে করে রান্না।


অন্ধকার তার শিশির চালে
অঙ্গেতে রয় ঢলে,
মানব মাড়ায় পায়ের তলে
স্নিগ্ধতারই ছলে।


দুপুর বেলার রৌদ্র পুড়ায়
বৃষ্টি ভেজায় জলে,
মানুষ হলে দেখতে পেতাম
নয়ন খানি মেলে।


৩০/০৯/২০২৩
ময়মনসিংহ।