কাল রাতে আমার বুকের বা পাশের ব্যথাটা
হঠাৎ মাথা চারা দিয়ে উঠেছে আবার,
ঝড়ে বাঁশঝাড় যেমন মটমট করে ভাঙে একেকটা
বুঝতে পারছি, ঠিক তেমনি যেন ভাঙছে আমার বুকের হাড়।
ব্যথাটা অসহনীয় অবর্ণনীয়!
গুঙিয়ে কাঁদলে হয়তো কষ্ট টা লাঘব হয় কিছুটা,
তবে তা সাময়িক।
কল দিয়ে অবশ্য ডাক্তার ডাকা যায় বদ্যি আনা যায়
খুঁজলে হয়তো পেইন কিলার ঔষধ টাও পাওয়া যাবে  বাসায়,
হয়তো কমিয়েও দিবে ব্যথা চুপচাপ।
তবুও আমি নির্লিপ্তের মতো বসে আছি নিশ্চুপ!
কখনো কখনো কোনো কোনো কষ্ট ব্যথা
হজমেও আনন্দ হয় তৃপ্তি পাওয়া যায় খুব।
১৬/০৪/২০২২
চট্টগ্রাম।