দাঁড়ায়ে আজ কাঠগড়াতে
বিচার চাইলে নিজের ক্ষতির,
শুনে আকাশ ভাঙলো স্ব-বাক
মাথায় পড়লো বিচারপতির।


আমি নাকি ছিলাম দাঁড়ায়
মাঝ রাস্তাতে চোখটা খোয়ায়,
দোষ নাকি তাই পথচারীর
হেঁটে কেনো গেলাম খোঁড়ায়?


শুনে হাসলাম মনে বললাম
অন্ধ নাহয় আমিই ছিলাম,
সে-তো ভালো পায়নি দেখতে
শূন্য রাস্তায় অন্ধ গোলাম?


পা হারালেও আমি তো ভাই
চলতে পারবো আরেক পায়ে,
তোদের যে ভাই মৃত্যু নিশ্চিত
ক্যান্সার গেছে শরীর ছেয়ে।


২৯/০১/২০২৩
ভেলোর, ভারত।