মনটা আমার সরল বলেই
ইচ্ছে করেই খেলতে?
যা ইচ্ছে তাই যখন তখন
মনের মতোন বলতে?


আঁধার ভরা শূন্য ঘরেও
তুমি-ই তো পা ফেলতে,
তবে কেনো কথার মাঝে
বিষটা অমন ঢালতে?


পুব আকাশে উঠলে সূর্য
ছড়ায় জানো আলো,
মুঠোর মধ্যে চাঁদটা তবু
খুব প্রয়োজন ছিলো?


আমার তো ভাই ভাঙা ঘরেই
জোছনাই দিতো আলো,
মোটা চালেই ভরতো এ পেট
আশি টাকা কিলো।


এখন যখন ধন পেয়েছো
প্রদীপ কেনো জ্বালো?
সেই আলোটা কোথায় হারায়
কোন সূদুরে গেলো?


১২/০৯/২০২২
পাবনা