কুঁড়ে ঘরে বাতি না থাক
আলো ঠিক-ই জ্বলে,
সন্ধে হলে আঁধার মাঝে
চাঁদটা তবু খেলে।


কতো লোকের কতো ধনে
সুখ থাকে না মনে,
আমার তো ভাই সুখের বাগান
দুঃখ লুকোয় বনে।


বেলা শেষে ফিরলে বাড়ি
গায়ে ঘামের গন্ধ,
দেখলে তারে সব ভুলে যাই
বাঁচার পাই যে্ ছন্দ।


আঁচল দিয়ে মুখ মুছিয়ে
ভুলায় দিনের কষ্ট,
দিলেও পানি শূন্য গ্লাসে
খুব লাগে যে মিষ্ট।


নিরাবরণ বক্ষে আমার
মুখটা যখন লুকোয়
সারা দিনের ক্লান্তি ভুলায়
দুঃখ লুটায় ধূলোয়।


১৭/০৯/২০২২
ময়মনসিংহ।