রাস্তার পাগল বাপ-মা তুলি যদি দেয় সে গালি
ন্যাংটা হয়ে নাচে উন্মুক্ত ঐ মঞ্চে কাপড়টা ছাড়ি
হাসে জ্ঞানী?
আনন্দে কি দেয় সে উলুধ্বনি?
দুনিয়ার পাগল দু'পায়া ছাগল খায় যে লতাপাতা
পরের দেখে ধন
উচাটন মন করে যার ছনছন
হাতে পড়ে বেড়ি আইনের ছড়ি নাচে যদি তা থৈথৈ
বদ্ধ পাগল,
বিচারের মজলিসে হাসে সে শয়তানের হাসি
পায় যদি ছাল বেয়ে উঠে খেজুরের ডাল হাসে একগাল
খায় ফুল পাতা ভাঙে বেড়া গেরস্তের বাগান,
দেখেও যে দেখে না, কি বলো তারে?
অন্ধ কানার?
বাদরের বাঁদরামি দেখো ভাবো ঐ হারামি;
আসলে সে হাসিয়ে লোক পায় সুখ
মুখোশের আড়ালে ভন্ড সে জানোয়ার।


২২/০৪/২০২৩
ময়মনসিংহ।


সবাইকে ঈদ মোবারক।