মরতে পারো ফাঁসির কাষ্ঠ, জেল হাজতে ঝুলে
বাসের চাপায় ট্রেনের তলায় গাড়ির চাকা খুলে।
মরতে পারো পাহাড় ধসে পাথর চাপার ভরে
গভীর খাদ বা গহীন জলে, বজ্রপাত ও ঝড়ে।


মরতে পারো ড্রেনের ফাঁদে, নর্দমাতে পড়ে
বিষাক্ত গ্যাস মলম পার্টি গুম হওয়ার-ই ডরে।
মরতে পারো বিল্ডিংয়ের ছাদ, রাস্তার সেতু ধসে,
ভূমিকম্পেও পারো মরতে, রমনাপার্কে বসে।


মরতে পারো আগুন পুড়ে শপিং মলে যেয়ে,
মাঘের শীতে দাহের স্ট্রোকে হয়রানিরই ভয়ে।
তবুও মানুষ স্বপ্ন দেখে উড়ায় ফানুস দূরে,
চাই স্বাভাবিক মৃত্যু সবার আল্লাহ পাকের ঘরে।


২৫/০৩/২০২৪ইং।
ময়মনসিংহ।