কেউ কি আছো আলোর মাঝে? চাইছি বন্ধু হতে!
ভয় পেয়ো না; মুখ দেবো না; তোমার বাড়া ভাতে।
আমি তো ভাই আঁধার ঘরের, বদ্ধ প্রদীপ শিখা
চাইছি আলো পথটা খুঁজতে, খোদার পেতে দেখা।


না দেখে তাই সঙ্গ-টা চাই, তোমার চলার পথে,
দুখ দিয়ে নয় সুখেই চড়বো, তোমার স্বপ্ন রথে।
এই দুনিয়ার অভাব নিয়ে, আর ভেবো না বন্ধু,
যা আছে মোর সবই তোমার, ঢালবো পায়ে সিন্ধু।


তুমি কেবল পার হবে যেই, পুলসিরাতের সাঁকো,
আলো দিয়ে পাশেই রেখো, ফেলে যেয়ো নাকো!
জান্নাত মাঝে সবটা পেয়েও, যখন লাগবে একা
খোদার কাছে নামটি ধরে, আমার চেয়ো দেখা!


২১/০৩/২০২৩
চট্টগ্রাম।


(মহান আল্লাহ পাক, তাঁর বান্দাদের জান্নাতে নেয়ার জন্য কেবল সুযোগ খুঁজবেন। জান্নাতে ঘুরতে ঘুরতে যখন কোন জান্নাতি একা বোধ করে আল্লাহর কাছে বলবে, "আল্লাহ দুনিয়াতে আমার অমুক বন্ধু ছিলো, তাকে খুব দেখতে ইচ্ছে করছে।" আল্লাহ তখুনি জাহান্নাম থেকে বন্ধুটিকে নিয়ে এসে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ! আল্লাহ, দুনিয়ায় আমাকে সঠিক বন্ধু চেনা ও বন্ধুত্ব রক্ষা করার তওফিক দান করুন।)