আষ্ট আনা রোজে
বাবুদের বাড়ি
জুটেছে এই কাজ অনেক খুঁজে।


পোলাও গোস্ত কোরমা
যখন যা রেঁধে দেই
চেটেপুটে খায় তারা সব নিজে।


আমার কেবল হয়েছে জানা
সবটুকু খেতে নেই
পাতে কিছু রেখে দিতে হয় খানা।


ফেলে দেয়া উচ্ছিষ্ট দানা
খেতে হয় খায় কেবল
কুকুর বিড়াল পশু-পাখিদের ছানা।


ভাবি বাবুদের মহৎ প্রাণ
কতো আছে মায়া
না খেয়ে খাবার ফেলে জীবে করে দয়া!


পরেনা কেবল চোখে
চাকরের পিঠ হাড্ডি কংকাল,
উচ্ছিষ্ট খেলে মনিবের রয় না সম্মান।


৩০/০৯/২০২২
ময়মনসিংহ।