হে পঙ্গপাল ধনীর দুলাল
মনটা করো সাদা,
রঙ্গে ভরা অঙ্গে তোমার
লাগাও পথের কাদা।


এ বঙ্গের-ই মেঠো পথে
যায় না উড়া সদা,
কৃষক কুমার জেলে তাঁতির
গায়েই লাগবে সুধা।


এ মাটির এই ধূলো বালি
নিতেই হবে গন্ধ,
ওহে পঙ্গ; নইলে তোমার
ছাড়তে হবে বঙ্গ।


২০/০৪/২০২৩
ময়মনসিংহ।


(আজ ২৪ জনের একটা লিফটে প্রতিষ্ঠান পরিচালক একা একাই চড়লেন। আমার হুইলচেয়ারে বসা ছেলের তাতে জায়গা হয়নি। হাসলাম কেবল ছেলের মুখের দিকে চেয়ে।)