সব ক'টা পা চাটা গোলাম তোরা,
মুখে বলিস ভালো বাসিস দেশ-দশ
অন্তরে লালন বিষবৃক্ষ ফোঁড়া
জনতায় দিয়ে বাঁশ করিস হাসফাস।


তোরা আলু পটল তিক্ত ঝিঙে
তোরা কালো কাক শকুন নস ফিঙে,
মুখে বাজিয়ে দিনরাত কলের গান
সুরটা তুলিস লাল কুসুমের ডিমে*।


তোরা মটকা কলুর বলদ টাটকা
শেখানো বুলিতে চালাস গুলি,
পিঠে নিয়ে ঝুড়ি করিস ফেরি
মগজের তেল আর বিষাক্ত ধূলি।


তোরা বাঁধা গাধা চালাস ঘোড়া
তোরা নর্তকীর নাচ মিথ্যে বাজ,
তোরা অপদার্থ অসার ভুলভাল
চালিয়ে ধ্বংস ধরিস সাধক সাজ।


তোরা ভাঙা কলস ছেঁড়া ঠোঙা,
আবার কেঁড়ে পড়িস রঙিন জামা,
হাসিতে ভুলিয়ে ক্ষণিক মোদের
পিছনে ফেলিস ঠিক এটম বোমা।


তোরা ছল চাতুরে বিশ্ব বাটপার,
লুকিয়ে করিস ঠকানোর কারবার,
মুখোশের আড়ালে তোরাই আসল
চাটুকার দেশোদ্রোহী রাজাকার।


২০/৭/২০২২
চট্টগ্রাম।


*কুসুমের ডিমে শব্দটা যেমন ভুলভাল, ওদের কাজকর্মও তেমনি ভুলভাল বুঝাতে চেয়েছি।