আজ যে এতো মায়া কান্না
মরার বড়ো লোভ,
তুই তো দেখি খুব অসহায়
ঝরে পড়ছে ক্ষোভ।


দড়ি হাতে ভয় কি দেখাস,
ঝুলবি গাছের ডালে?
ওরে পাগল চায় কে তোরে!
দেখ্গে আছেও ভুলে।


কাটলে টিকিট পরপারের
কার কি এমন ক্ষতি?
দু'দিন পরে ঝরবে কি জল,
ভরবে না তার সীঁথি?


যার যা আছে সব-ই রবে
কমবে তোরই ভাগে,
চাইলে জীবন উঠেই দাঁড়া
ভয় কি জাগে মাঘে?


১৭/০৬/২০২৩
চট্টগ্রাম।