জানিস তুই জুঁই?
ছবি আকাঁর জায়গার এখন বড়ো অভাব!
কেউ দেয় না স্থান,
আমার চাওয়া খোলা ঘর ছোট্ট একটা কোন,
বলে, আমার নাকি রং তুলি নেই!
হাত-ও না-কি নয় পাঁকা,
আমার না-কি হয় না আঁকা সরলরেখা
খুব হয়ে যায় বাঁকা।
আমি নাকি তৈল রং জল রং বুঝি অনেক কম,
আমার ধৈর্য্যের-ও অভাব ফুরোয় খুব সহজে দম।
আমি না-কি যাই দেখি খোলা চোখে
আঁকার জন্যে বোকার মতো সেটাই করি চেষ্টা,
আমি নাকি হাদারাম অ-নে-ক গাধা
আমার মতো উচ্চাকাঙ্ক্ষী শিল্পী, বোকায় ভরে গেছে দেশটা।
বল না তুই জুঁই,
এসব শুনে মনটা কি আর হয় না খারাপ,
পরে না-কি দ্বীর্ঘশ্বাস?
আঁকতে গেলে ছবি, শুধুই লাগে রং তুলি?
লাগেও তো মনের মতো ছোট্ট একটা ক্যানভাস!


২৪/০৫/২০২২
চট্টগ্রাম।