এই যে তোমার এতো আলো
দিচ্ছে উঁকি দূয়ারেতে,
পঙ্গপালে লাগলে মকর সুখের ক্ষেতে
পারবে বাঁচায় আগলে রাখতে?
লাগবে না-কি যুদ্ধ সমর
একটুআধটু ঝড় বাদলের কাঁপুনিতে?
ঢেউ এর দোলায় নড়বে না-কি
পুকুর পাড়ের শান বাঁধানো তোমার ঘাটের শক্ত খুঁটি?
তারচে ভালো হৃদ সে আলো নিত্যি ঢালো
বাড়ির পাশের শ্যাওলা জমা আঙিনাতে।
শেষ বেলাতে তুমি না-হয় হারলে কতক
বাঁচলে বাঁচুক মানব শতক।


০১/০৪/২০২৩
ময়মনসিংহ।