নাদুসনুদুস খোকার নাকি
দাঁত উঠেছে ভীষণ শক্ত!
যখন তখন যাকে তাকে
কামড়ে দিয়ে আনছে রক্ত!


আগ বাড়িয়ে করলে আদর
মুখে পুরছে হাতের আঙুল,
তারপরে তার চিকন দাঁতে
কামড়ে করে সব যে ভন্ডুল।


কাঁথা বালিশ সব ছিঁড়ে সে
এখন কাটছে গায়ের জামা,
বাপ-মা না-কি তাও মারে না
হেসেই করছে সবটা ক্ষমা!


১৬/০৩/২০২৩
দিনাজপুর।