সেদিন তুমি নাক বরাবর মেরে ঘুসি
ভাঙলে যখন দাঁতের পাটি,
যেই শুধালাম, বললে তখন, "মুখে কেন
ছিলো তোমার তালের আঁটি?"


ভাবটা এমন বলার আগেই দেইনি কেন
মুখটা শূন্য করে ফাঁকা!
বুঝলেন তো রাখলে বন্দুক পরের ঘাড়ে
চাঁদ-ও নাকি লাগে বাঁকা।


আসলে ভাই, খোলা চোখে যায় দেখা তাঁর
মনটা আধার মুখটা কালো,
সত্যি বলি? তার চোখেতেই বিশ্ব আমার
ছড়ানো যে সুখের আলো।


০৭/০৮/২০২২
চট্টগ্রাম।