প্রেমিক যদি সত্যি সাজো
দেশটাকে চাও স্বর্গ,
হাত-পা খুলে কাদায় মাখো
স্রষ্টাকে দাও অর্ঘ!


নয়তো মাটি পাহাড় মাঝে
দুখ খুঁজো না সৃষ্ট,
পায়ের নীচেই কষ্ট থাকে
সুখটা করো পিষ্ট।


শক্ত মাটিয় প্রাণ থাকে না
মৃত্যুকে নেয় শেষে,
শাসক তুমি মৃত্যু দূত আজ
সত্য মরে বিষে।


নয়তো তুমি উমর হতে
চাকর হতে নিঃস্বের,
পরের বোঝা নিজের কাঁধে
বইতে তোমার ভৃত্যের।


০৫/০৩/২০২৩
ঢাকা।