সূর্য টা যেই মেলে ডানা
হাতছানি দেয় নতুন ভোরের!
দুঃখ তখন উষ্ণ ছোঁয়ায়
ভয়টা দেখায় অন্তঃপুরের।


আটপৌরে সেই দুঃখের কাব্য
ভাগ্যে বাঁধা আষ্টেপৃষ্ঠে,
দুঃখ কষ্ট পরিক্ষা তাই
আল্লাহ লিখেন ছেলের দৃষ্টে।


নয়তো কুন্ড চাবুক দন্ড
দমায় রাখে দামাল ঘোড়া?
চেপে ধরে ঠোঁটের আগা
ভেজায় কর্ণ চক্ষু জোড়া?


দেখায় ঊষা রোজ প্রত্যাশা
সন্ধায় কেনো মৃত্যু কোমায়?
চাইলে ছুটি শান্তিতে ঘুম
কাটেন পা টা নিজের জিম্মায়।


০৪/০১/২০২৩
ভেলোর, ভারত।


(ক্ষমা করবেন সম্মানিত কবিগন। আমি আজ কারো কবিতায় মন্তব্য দিতে পারিনি।)