তোমার হাতের মাটির প্রদীপ
নিভলো যখন ঝড়ে,
দেখলাম আঁধার ঘনায় ভীতি
নামলো মনের ঘরে।


কপাট 'পরে দুম করে যেই
রাখলে তোমার হস্ত,
দেখলাম চরণ শ্যামলা বরণ
খোলা কপাল মস্ত।


বিপদ ভীষণ চাইলে আসন
তাকাও সন্দিহানে,
বুঝলাম ঝড় টা বইছে বাহির
তারো বেশি মনে।


অচেনা এই পথিক তোমার
হঠাৎ কাঁড়লো নিদ,
ভাবছো রাতে জোয়ান যদি
ঘরেই কাটে সিঁদ!


আবার তারে রাখলে ফেলে
বাহির ঘরের দোরে,
কাটবে কি রাত নিদ্রা হীনে
প্রদীপ ছাড়া নীড়ে?


শংকা আবার বাপের হুঙ্কার
জাগায় যদি মনে,
পথিক কেনো পায়নি জায়গা
মাটির ঘরের কোনে?


০৬/০৬/২০২৩
চট্টগ্রাম।