কাল কাল বলে যাচ্ছো সরে
নামাজ করছো কাযা,
কথাও দিচ্ছো দু'দিন পরে
পাক্কা রাখবে রোজা।


মাথায় টুপি কাপড় সুতি
গায়ে জড়ায় জামা,
যাবেও নাকি মসজিদেতে
চাইতে খোদায় ক্ষমা।


"আজকে কেবল মনটা খারাপ
গায়ে নোংরা কাদা,
কালতো ছুটি যাবোই হাঁটি
আর লাগবে না সাধা।"


কেউ তো আবার পথটা দেখায়
মাথায় দিতে তেল,
করছি বেশি বাড়াবাড়ি
খাটতে হবে জেল।


দ্বীনের পথে দাওয়াত দিয়ে
যাকনা জীবন নিভে,
মরলে আজই তোমার দিনটা
আর কি পাবে ভবে?


২১/০১/২০২৩
ভেলোর, ভারত।