খাওয়া পাগলা দবির আলী
যে খায় নিত্য এত্তো এত্তো,
থাল ভরা ভাত মণ্ডা মিঠাই
সাথে মুরগী আস্তো আস্তো।


দইয়ের বাটি ঝালের ফুচকা
বাদ যায় না যার তালের শাঁসি,
বাসেও ভালো লাল জিলেপি
খায় সে হেসে কাচ্চি খাসি।


দিনে দশেক চায়ের কাপে
যে দেয় চুমুক তৃপ্তি কল্পে,
সেই সে লোকটা হঠাৎ দেখি
যায় এড়িয়ে জীবন গল্পে।


খাবার দেখলে আর হাসে না
বন্ধুর আড্ডায় মন নাড়ে না,
চলতি পথে মুখ ঘুরিয়ে
কেনো চলে! কেউ জানে না।


জানে কেবল দবির আলী
ছেলের ব্যামো সুখ আনে না,
শয্যা শায়ী ছেলে তাহার,
ওসব খেতে আর পারে না।


০৪/১২/২০২২
ভেলোর, ভারত।