আমার আমি দৈন্য এখন তোমার মতন,
বিলিয়ে ধন শূন্য যখন নিজের জীবন,
সুখটা কি আর থাকে ঘরে? গেছে ছাড়ি,
জলের তোড়ে ইট ক্ষয়েছে সুখের বাড়ি।


শ্রাবণ হলেই শুধু কি আর বৃষ্টি ঝরে?
ভাদ্র মাসেও মেঘটা থাকে আকাশ জুড়ে,
রৌদ্র এলেও ঝাপসা দেখি চোখের দৃষ্টি
আমার এখন কালো সময় ভীষণ ক্লান্তি।


তাই বলে ভাবছো তুমি সুখ কিনেছো?
ঐ-যে বললাম দৈন্য তুমি মন ভেঙেছো!


ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ৪+৪+৪


২৩/০৮/২০২২
চট্টগ্রাম।