দূর থেকে কতো চেয়ে থেকেছি তোমার পথের গলি,
যদি ফিরে চাও, যদি দেখা যায়,
একবার শুধু একবার, এক পলক চোরা চোখে চাহনি।


হারায় যদি আলো ভালোবাসবো রজনি নিরব নিস্তব্ধতা
চাই শুধু দেখা একবার, হোক অন্ধকার,
আবার যাব ফিরে দিচ্ছি কথা, আলোয় লিখবো কবিতা।


রোদ বৃষ্টি প্রবল ঝড়ে বসে রব ঠাঁই নেই কিছু পিছুটান,
শুধু চাই চাহনি একটু চরণ ধুলি
এসে ঘোমটা টেনে নিয়ম মেনে শুধু দাঁড়িয়ো কিছুক্ষণ।


পাবোনা জেনেও কতো করেছি অপেক্ষা নিয়তির দ্বারে,
বলেনি, বিশ্বাস কর কেউ দেয়নি আশ্বাস
আসবে তুমি খুঁজবে আমায় ধুলি উড়া এই পথের ধারে।


জমতে জমতে ধুলো কতো পদচিহ্ন-ই হয় অলক্ষে বিলীন
ভিক্ষারি ভেবে নাহয় দিয়ো দর্শন,
প্রতিক্ষায় রব ঠিক এইখানে গলি মুখে কোটি বর্ষ দিন।
১১/০৩/২০২১