দৌড়ে এসে জাহান্নামের সেপাই যমদূতকে বললো সহসাই,
"স্যার, কসাই, এ আস্ত একটা কসাই
পৃথিবীতে আজ পরেছে যে লাশটা, ফেলেছে এই ছোঁড়াই!"
যমদূত ভয়-ডর হীন ছোঁড়া'য় শুধায়,
"কেন মেরেছিস তুই?
জানিস না! মানব হত্যা সবচেয়ে গর্হিত এক কাজ
জাহান্নামের সবচেয়ে নীচে হয় ঠাঁই?"
"ভুলে বেড়িয়ে গেছে গুলি, হাত ফস্কে এই এক হালি।
তবুও দেখুন মশাই কি হাত! সিনায় লাগলো সাঁই সাঁই!"
"বাদ দে। আগে বল, বাবা কি এমপি! মিনিষ্টার?
পরিবারের আছে কেউ কি আছে আমলা সচিব?
নাকি রয়েছে আইন শৃঙ্খলার বাহিনীর উচ্চ পদস্থ কোন খতিব?"
উত্তর এলো, "নাই।"
"এ্যাই, তাহলে লাটসাহেবের ব্যাটাকে জাহান্নামেই পাঠা।
চালান দে। আগুনে একটু পুড়াই,
আর মামলায় লেখ ধারা ৩০২, ৩০৩, ৩০৪ যতো পারিস।"
তখনি ছোঁড়া বলে উঠলো, "ওরে যমদূত, আমায় চিনিস?
আমি সরকার দলীয় লোক! সে খবর রাখিস।"
থতমত খেয়ে যমদূত সিপাহিকে বললো,
"মালটাকে ছেড়ে দে বাপ।
আপাতত পৃথিবীতেই পাঠা, পৃথিবীতেই রাখ
জাহান্নামটা না-হয় আরো ক'টা দিন নিরাপদেই থাক।
উপরে বলে দে, এটা বিরোধী দলীয় লোকের সহিংস কাজ,
উস্কে দিয়ে আগুন অস্থির করতে চাইছে সমাজ।"
২১/০৪/২০২২
চট্টগ্রাম।