রাত ভর সরাব নাফরমানী
সঙ্গে শিরক ও বেঈমানী!
তাও দয়াময় তিন বেলা তার
জোগান খাদ্য আহার খানি।


শুধু কি তাই! আলো বাতাস
চলার শক্তি চোখের জ্যোতি,
দেখেন আল্লাহ দাম্ভিকতাও
মিথ্যে বোল আর অহং অতি।


মূল্য বিনা সব দিয়েও যে
করেন না তার বান্দার ক্ষতি,
আদম তবুও দেয় না সারা
পাঁচ বেলা ডাক পায়না গতি।


ওরে অবুঝ অধম মানব
আল্লাহ যদি হতেন কঠোর,
এক বেলা নয় অষ্ট প্রহর
ঠুকতি মাথা ভাঙতি পাথর।


০৩/১২/২০২৩
ঢাকা।