বাক্স বন্দী সময় ঘড়ি
যদি পেতাম ফিরে আবার
দু'হাজার সাল।


চাইতাম তোকে থাকিস বসে
গলির মুখের গাছ তলাতে
রাখিস তুলে গাল।


আবার তোকে লিখতাম চিঠি
সন্ধ্যার গালে ধূলোর হালে
চেপে পাখির পাল।


গায়ে জড়ায় বৈকালিক শ্বাস
অপেক্ষায় রয় রাতের জোছনা
মায়াবী এক জাল।


আসতাম ফিরে কোনো কালে?
বর্তমান নয়, যাক বহু যুগ
কাটুক মহাকাল।


২২/১০/২০২৩
চট্টগ্রাম।